নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে রাহাত মিয়া নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১২ জুলাই রবিবার সকালে উপজেলার উত্তর রানীগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত রাহাত শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামের আবদুল হাকিমের ছেলে। জানা যায়, রাহাতের বাবা আবদুল হাকিম রাজধানীতে চাকরি করেন। তার স্ত্রী নূরে জান্নাত রাহাতকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। রবিবার সকাল ৯টার দিকে ছেলেকে রেখে বাড়ির কাজ করছিলেন নুরে জান্নাত। ওইসময় বেশ কিছুক্ষণ রাহাতকে দেখতে না পেয়ে খোঁজাখোঁজি শুরু করে আত্মীয়-স্বজনরা। কিছুক্ষণ পর রাহাতকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। Related posts:ঝিনাইগাতীতে সি আর দত্ত স্মরণে মৌন শোক পালনঝিনাইগাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিতঝিনাইগাতীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Post Views: ৪৭৬ SHARES শেরপুর বিষয়: