‘পাকিস্তানের কাছে হেরে ক্ষমা চাইত ভারত’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ অনলাইন ডেস্ক : ভারত-পাকিস্তান দৌরাত্ম এখন দেখাই যায় না। আইসিসি বা এসিসির আসরে মুখোমুখি সাক্ষাৎ হয় দু’দলের। দ্বিপাক্ষিক সিরিজ নেই বহু বছর। দু’দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে পাকিস্তান। তবে শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে আধিপত্য বেড়েছে ভারতের। এ নিয়ে পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতের প্রতি খোঁচা দিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারতকে তারা এতো বেশি হারিয়েছে যে, মাঠে তারা ক্ষমা প্রার্থনা করতো। ‘ছেদে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা হতো তাদের। এক ইউটিউব সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমরা বহুবার হারিয়েছি ভারতকে। এত হারিয়েছিযে, ম্যাচ শেষে ওরা দয়া ভিক্ষা চাইত।’ তবে ক্যারিয়ারে ভারতীয় সমর্থকদের ভালবাসা বেশি পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। ভারত-পাকিস্তান এ পর্যন্ত ৫৯ টেস্টে মুখোমুখি হয়েছে। ১২টিতে জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে নয়টিতে। ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান ৭৩ বার ও ভারত ৫৫ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে। তবে আটটি টি-২০ ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে ভারত। ১৯৯৬ সালে জাতীয় দলে অভিষেক হয় আফ্রিদির। তখনও দাপট ছিল পাকিস্তানের। কিন্তু তখন থেকেই আধিপত্য কমতে থাকে তাদের। Related posts:মুশফিক ফিট, ফিরছেন মাঠেফারিহার হ্যাটট্রিকে বাংলাদেশের দুর্দান্ত জয়মেসির অ্যাসিস্টে শেষ মুহূর্তে রক্ষা পিএসজির Post Views: ২৮৬ SHARES খেলাধুলা বিষয়: