বকশীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর জেলার বকশীগঞ্জের নিলাক্ষিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবাসহ আওরঙ্গজেব ওরফে অপু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত অপু নিলাক্ষিয়া সরকার বাড়ির মৃত শফিউল করিমের পুত্র। রাত ৮টা ৫৬ মিনিটে দেয়া র্যাব-১৪ জামালপুর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ তোফারেল আহমেদ মিয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বিকাল সাড়ে ৫টার দিকে বকশীগঞ্জের নিলাক্ষিয়া বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের জনৈক মনজুর চায়ের দোকানের সামনে থেকে আওরঙ্গজেব ওরফে অপুকে আটক করে। র্যাব সমস্যারা তার কাছ থেকে ২২৫ পিস ইয়াবাসহ ১টি মোবাইল সেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৫শ টাকা। র্যাব কাম্পানী কমান্ডার মোঃ তোফারেল আহমেদ মিয়া আরো জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে অপু দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক ক্রয়-বিক্রয় করে আসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের করার কথা জানান। Related posts:প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে মাদারগঞ্জে হবে ২০০ মেগাওয়াট শেখ হাসিনা সোলার পার্ক১৫ বছর পর জন্ম দেয়া সন্তানটি চুরি হয়ে গেল মায়ের২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জনের মৃত্যু Post Views: ৪৭৬ SHARES সারা বাংলা বিষয়: