বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় কাগমারীপাড়া বানের পানিতে ডুবে জিসান আড়াই বছর নামে এক শিশু মর্মমান্তিক মৃত্যু হয়েছে। নিহত জিসান বকশীগঞ্জ পৌর এলাকার কাগমারীপাড়া ইরান মিয়ার ছেলে । স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ জুলাই শুক্রবার সকালে বাড়ীর লোকজনের অজান্তে বাড়ীর পাশে বানের পানিতে পরে যায় অনেক খোঁজাখোঁজির পরে বাড়ীর পাশে বানের পানিতে ভেসে উঠে শিশু জিসানের লাশ । বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর সত্যতা নিশ্চিত করেছেন। তার অকাল মৃত্যু তে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। Related posts:নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জামালপুরে কর্মপরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশনবাবার সঙ্গেই থাকতে চায় ৩ বোন, খালার অভিযোগের সত্যতা মেলেনি ; পুলিশশাহজাদপুরে সাফ জয়ী ফুটবলার আখিকে গণসংবর্ধনা Post Views: ৩৪৪ SHARES সারা বাংলা বিষয়: