মাদারগঞ্জে পাট কাটতে গিয়ে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর জেলার মাদারগঞ্জে পাট কাটতে গিয়ে বন্যার পানিতে পড়ে মুরাদুজ্জামান (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে । সে মাদারগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড চর চাঁদপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু সাইদ সেবু বিষয়টি নিশ্চিত করে জানান, মুরাদুজ্জামান দুপুরে পাট কাটতে ক্ষেতে যাওয়ার সময় হঠাৎ খালের পানিতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের ৪ ঘন্টা পর পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাদারগঞ্জে এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে শিশুসহ মারা গেছে ৫ জন ও বিদ্যুৎ পিষ্টে মারা গেছে ২ জন। Related posts:পঞ্চগড়ে মাকে হারাতে ভোটের মাঠে মেয়েশেরপুরে পিতার দায়ের কোপে ছেলে নিহত ॥ ঘাতক পিতা আটকশেরপুরে জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ Post Views: ৪০৭ SHARES সারা বাংলা বিষয়: