মেসেঞ্জার লক করার ফিচার আনছে ফেসবুক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২০ অনলাইন ডেস্ক : মেসেঞ্জারে প্রাইভেসি বাড়াতে অ্যাপ লক ফিচার এনেছে ফেইসবুক। অ্যাপ লক ফিচার চালু করলে আপনার মেসেঞ্জার অ্যাপে অন্য কেউ ঢুকতে পারবে না। এতে আঙুলের ছাপ ও ফেইস শনাক্তকরণ নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হয়েছে। ফেইসবুক জানিয়েছে, এটি ইতিমধ্যে আইফোন ব্যবহারকারীদের ডিভাইসে পাঠানো হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে আপডেটটি যেতে কয়েক মাস সময় লাগবে। মেসেজ ও কলের ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে ফেসবুক। কেউ যেন সরাসরি আপনাকে কল না করতে পারে, সেই অপশন রাখা হবে। ফ্রেন্ডলিস্টে না থাকা ব্যক্তিরা যে ছবি পাঠাচ্ছেন, সেটিও প্রতিরোধের ব্যবস্থা করবে ফেসবুক। অনাহূত ছবি এলে ঝাপসা হয়ে যাবে। এই ফিচারগুলো ঠিক কবে আসবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ফেসবুক। Related posts:নালিতাবাড়ীতে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিতকেন বন্ধ ছিল ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম?আইফোন-১৩ সিরিজ আসছে সেপ্টেম্বরে Post Views: ৫০৬ SHARES তথ্য প্রযুক্তি বিষয়: