শেরপুরের নয়া অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালীউল হাসান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওয়ালীউল হাসান। তিনি ৮ জুলাই বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তিনি সদ্য সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের স্থলাভিষিক্ত হলেন। শেরপুরে যোগদান করেই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি রবিবার দুপুরে বলেন, নান্দনিক শেরপুর গড়তে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নেতৃত্বে জেলা প্রশাসন অত্যন্ত স্বচ্ছতার মধ্য দিয়ে নিরলসভাবে কাজ করছে। আমিও সেই পরিবারের একজন সদস্য হিসেবে নিজের সর্বোচ্চ মেধা ও শ্রম প্রয়োগ করে সেবায় গড়তে চাই জনবান্ধব প্রশাসন। এছাড়া জন্মভূমির পাশের জেলা হিসেবে শেরপুরকেও তিনি কর্মস্থলে থাকাবস্থায় নিজের জেলা হিসেবেই দেখবেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ওয়ালীউল হাসান ১৯৯৮ সালে স্থানীয় নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০০ সালে হাজী কিয়ামতউল্লাহ সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। এরপর তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে ইংরেজিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ২৯তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সর্বশেষ তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিটি কর্মস্থলে একজন চৌকস, কর্মদক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে তার পরিচিতি রয়েছে। বিশেষ করে মদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে চলমান করোনা ভাইরাস প্রতিরোধে তিনি একজন ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। Related posts:নকলায় সুদের টাকা না পেয়ে কলেজশিক্ষকের বাড়ি ভাঙচুর ও লুটপাট : আটক ৭শেরপুরে পৌঁছেছে করোনার ৩৬ হাজার ডোজ ভ্যাকসিনবাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর সাথে শেরপুর জেলা যুব মহিলা লীগ শুভেচ্ছা বিনিময় Post Views: ৩২৭ SHARES শেরপুর বিষয়: