শেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে এক কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে শেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা খামারবাড়ির উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, জেলা সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায়, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার কামাল, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুর শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যুমালিঝিকান্দা ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের সংবাদ সম্মেলনশ্রীবরদী মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ Post Views: ২৮৬ SHARES শেরপুর বিষয়: