শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্যার পানিতে ডুবে সজিব (১৪) নামে এক অষ্টম শ্রেণিপড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৪ জুলাই শুক্রবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের দড়িপাড়া এলাকায় মৃগী নদীতে ওই ঘটনা ঘটে। নিহত সজিব কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের কৃষক আপেল মিয়ার ছেলে ও স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সজিব তার কয়েকজন বন্ধুর সাথে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের বাড়িসংলগ্ন বন্যার পানিতে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানায় প্রবল স্রোতে সে বন্যার পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল আলম ভূইয়া জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। Related posts:শেরপুরে হত্যা মামলার দুই আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডশেরপুরে জমিসংক্রান্ত বিরোধে হামলায় প্রাণ গেল দুজনেরশেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ২৩১ SHARES শেরপুর বিষয়: