শেরপুরে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজারে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং মাস্ক পরিধান না করায় ২ দোকানী ও তিন পথচারীকে ১৪ জুলাই মঙ্গলবার বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ হাজার ২০০ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আল মাসুদ সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় চা দোকানী লেবু মিয়া (৪০) মাস্ক পরিধান না করে ব্যবসা পরিচালনা করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ সালের ২৬৯ ধারায় ৩০০ টাকা জরিমানা করেন। এছাড়াও হোটেল মালিক মোঃ শহিদুল ইসলাম (৩৫) কে একই ধারায় ৩০০ টাকা জরিমানা করা হয়। এদিকে কানাশাখোলা বাজারে তিন পথচারী কফিল উদ্দিন (৩০), আঃ সালাম (৫০) ও কবির উদ্দিন (৬০) প্রত্যেককে ২০০ টাকা করে ওই তিন পথচারীকে ৬০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে দণ্ডিত ব্যবসায়ী ও পথচারীরা তাৎক্ষণিক জরিমানার টাকা ভ্রাম্যমাণ আদালতে পরিশোধ করেন। Related posts:নালিতাবাড়ীতে ট্রলির ধাক্কায় শিশু নিহতশেরপুরে ৫ দফা দাবিতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মানববন্ধনশেরপুরে সাংবাদিক ও পুলিশ সদস্যদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ Post Views: ৪০৭ SHARES শেরপুর বিষয়: