শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে রাব্বী নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২০ জুলাই সোমবার সকালে পৌরশহরের তাতিহাটি এলাকায় বাড়ির পাশে ডোবার পানিতে খেলতে গিয়ে ওই ঘটনা ঘটে। মৃত রাব্বী স্থানীয় আরিফ মিয়ার ছেলে। মৃত শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আশপাশের শিশুদের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে সবার অজান্তে পানিতে ডুবে যায় রাব্বী। পরে আশপাশের লোকজন রাব্বীকে ডোবার পানিতে ভাসতে দেখে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সাবেক কাউন্সিলর শাহ আলম জানান, ভারি বৃষ্টির কারণে ওই ডোবাতে পানি জমে। এতে শিশুরা খেলতে গেলে রাব্বী ডুবে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, হাসপাতালে ভর্তির আগেই শিশুটি মারা গেছে। Related posts:শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহতশ্রীবরদীতে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগঝিনাইগাতীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ২৭১ SHARES শেরপুর বিষয়: