সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ২০ জুলাই সোমবার সকালে নিহত লাবন্য আক্তারের (২৫) লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী। পুলিশ সূত্র জানায়, রোববার ১৯ জুলাই রাতে স্থানীয় লোকদের সংবাদের ভিত্তিতে লাবন্য আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। এরআগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নিজঘরের সিলিংফ্যানের সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানান। সরিষাবাড়ী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এক কন্যাসন্তানের জননী লাবন্য আক্তারের স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। তাঁর আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। Related posts:এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জামালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণময়মনসিংহে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, আটক ১১০ টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ Post Views: ৩০৩ SHARES সারা বাংলা বিষয়: