সরিষাবাড়ীতে বন্যার পানিতে পড়ে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে স্নেহা আক্তার নামে ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের হেলেঞ্চাবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মোস্তাক হোসেনের কন্যা। এ ঘটনায় উপজেলা প্রশাসন শিশুটির দাফনের জন্য তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা অনুদান দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ২টার দিকে শিশু স্নেহা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলো। এসময় সবার অজান্তে সে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, শিশুটির দাফন-কাফনের জন্য তার পরিবারের হাতে উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। বন্যাকালীন শিশুর অকাল মৃত্যু বা দুর্ঘটনা এড়াতে ছোট বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখার আহ্বান জানান তিনি। Related posts:টমটমের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহতকরোনা জয় করলেন জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হকভারত যাওয়ার পথে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪ Post Views: ৩১২ SHARES সারা বাংলা বিষয়: