জামালপুরে নতুন আরও ১০ জন করোয় আক্রান্ত

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের নতুন করে আরো ১০জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর-১, সরিষাবাড়ি ৫, মেলান্দহ ১, বকশীগঞ্জ ৩জনের শরীরে সংক্রমন পাওয়া গেছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে জামালপুরের জামালপুরে সদরের জেনারেল হাসপাতাল, সরিষাবাড়ির শিমলা বাজার, করগ্রাম, মাইজবাড়ি, কামরাবাদ, মাইজবাড়ি, মেলান্দহের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বকশীগঞ্জ-হাইওয়ে থানার দু’জন ও টাঙ্গারীপাড়ার এক ব্যক্তি আক্রান্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৫৮৩জনের মধ্যে সদর ২০৮, মেলান্দহ ৭৯, মাদারগঞ্জ ৪০, ইসলামপুর ১০৬, সরিষাবাড়ী ৫৮, দেওয়ানগঞ্জ ৩৬, বকশীগঞ্জ ৫৬জন।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর ৯৬, মেলান্দহ ৩৩, মাদারগঞ্জ ১৪, ইসলামপুর ২৬, সরিষাবাড়ী ৩১, দেওয়ানগঞ্জ ২৫, বকশীগঞ্জ ১৩জন সুস্থ হয়েছেন।
মৃত্যু ৯জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ি ১ ও মাদারগঞ্জ ১জন এবং মৃতের পর নমুনা পরীক্ষায় ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১জনের রিপোর্ট পজেটিভ আসে।