বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘শেরপুর হেল্পলাইন’র উদ্যোগে বৃক্ষরোপণ

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

বিশেষ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুরের ফেসবুকভিত্তিক গ্রুপ ‘শেরপুর হেল্পলাইন’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর পার্ক মাঠে ওই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান ও জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ। পরে তারা ওই গ্রুপের ২০ হাজার সদস্য পূর্ণ হওয়ায় পৌর পার্কের চারপাশে ২০টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন।


বৃক্ষরোপণকালে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভুইয়া, শেরপুর হেল্পলাইন’র এডমিন প্যানেলের প্রণব কুমার দাস, মিঠুন কুমার দে, মারুফ আহমেদ, লুৎফুন্নাহার স্বর্ণা, প্রান্ত কুমার সাহা, সৌরজিৎ রায়, নিপুণ চন্দ, মডারেটর তিথি নন্দী, অভিজিৎ চক্রবর্তীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর জেলার বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার সহায়তার জন্য একদল তরুণের উদ্যোগে চালু করা হয় ফেসবুক গ্রুপ শেরপুর হেল্পলাইন। ইতোমধ্যেই এ গ্রুপটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।