জামালপুরে বন্যার পানিতে ডুবে আরও দুই শিশু‘র মৃত্যু

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৮ জুলাই শনিবার জেলার দেওয়ানগঞ্জের চর বাহাদুরাবাদ ও মেলান্দহের দুরমুট ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, সাজু মিয়া (৭) চরবাহাদুরাবাদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও সকাল মিয়া (৩) জাঙ্গালিয়া গ্রামের শাজাহান মিয়ার ছেলে।
ইসলামপুর ফায়ার সার্ভিসের অফিসার খাইরুল আলম জানান, বাড়ির পাশে খেলা করছিল সাজু মিয়া। খেলার এক পর্যায়ে সে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ডুবুরির দল নিয়ে দুই ঘন্টা অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী জানান, দুপুর বাড়ির পাশে বানের পানিতে ডুবে যায় সকাল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে জামালপুর সদর উপজেলা বন্যার পানিতে ডুবে সাদিয়া আক্তার (১২) নামে এক শিশু’র মৃত্যু হয়েছে। সাদিয়া ওই এলাকার হায়দর আলীর মেয়ে। এ নিয়ে জেলায় এক দিনে তিন শিশুর মৃত্যু হলো।