নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের চারআলী ব্রীজ এলাকায় ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরিকৃত ১০ টি মিনি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে উপজেলা প্রশাসন। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ও সরকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ভ্রাম্যমান আদালতের অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি সম্পত্তি ক্ষতি সাধন করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।