জামালপুরে বন্যার পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে বন্যার পানিতে ডুবে মালা নামে ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১৭ জুলাই শুক্রবার দুপুরে শহরের কম্পুপুরে এই ঘটনা ঘটে। নিহত কিশোরী একই এলাকার আব্দুল মজিদের মেয়ে। এ সময় আহত অপর দুই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক শাহ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
কলেজছাত্র শাকিল জানায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে নামে তিন বান্ধবি মালা (১৪), সেতু (১২) ও কনিকা (১৩)। কিন্তু সাতার না জানায় তারা তিনজনই বন্যার ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালাকে মৃত ঘোষণা করে। একই এলাকার সেকান্দরের মেয়ে সেতু ও কাবুলের মেয়ে কনিকাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, তবে তাদের অবস্থা শংকামুক্ত। মালার বাবা আব্দুল মজিদ জানায়, দুপুর দুইটার দিকে মালাসহ তিনজন বাড়ির পাশে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করলেও মালাকে বাঁচানো সম্ভব হয়নি মালা কম্পুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়তো। রাত ১০টার দিকে তাকে দাফন করা হবে।