জামালপুরে ননএমপিও শিক্ষক-গ্রাম পুলিশ ও কৃষকদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর জেলার মেলান্দহে ননএমপিও শিক্ষক গ্রাম পুলিশ প্রণোদনা ও জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক প্রশস্তকরণের চেক বিতরণ এবং মাদারগঞ্জের গুনারিতলা পুলিশিং বিট উদ্বোধন করলেন মির্জা আজম এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত করোনায় ক্ষতিগ্রস্ত ননএমপিও শিক্ষক ও গ্রাম পুলিশদের মাঝে প্রণোদনা চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের বিতরণ অনুষ্ঠানের আয়োজনে ১৮ জুলাই শনিবার বেলা ১১টায় মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট-বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মির্জা আজম এমপি।
ইউএনও তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, মাধ্যমিক শিক্ষা অফিসার এলাহী আখন্দ প্রমুখ। সভায় ১৭০জন ননএমপিও শিক্ষক এবং ১১০জন গ্রাম পুলিশের প্রতিজনের মাঝে ৫ হাজার টাকার চেক তুলে দেন।
অপরদিকে মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিংয়ের শুভ উদ্বোধনী করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতা আলহাজ্ব মির্জা আজম এমপি। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুসহ প্রশাসনের কর্মকর্তাসহ আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলন।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতা আলহাজ্ব মির্জা আজম এমপি দুপুরে মেলান্দহ উপজেলার ভাবকী বাজারে জামালপুর -মাদারগঞ্জ সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকগণের মাঝে চেক বিতরণ করেন। অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।