সরিষাবাড়িতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্র রাকিবুল ইসলাম (৯) এর লাশ উদ্ধার করলো ফায়ার সার্ভিসের ডুবারু দল। তার বাবা গার্মেন্টস কর্মী জহুরুল ইসলাম।
ফায়ার সার্ভিস সুত্র জানায়, রাকিবুল ইসলাম দুপুরে বন্ধুদের সাথে নদীতে গোছল করতে গিয়ে ডুবে মারা যায় । এ নিয়ে এলাকায় হৈ চৈ পড়ে যায় গেলে স্থানীয় জেলেদের জাল দিয়ে তাকে খুজতে থাকে। অনেক সময় পেরিরে গেলেও তাকে খুজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে সন্ধ্যার ছয়টার দিকে জামালপুর ফায়ার সার্ভিস টিম লিডার সাইফুল ইসলাম, ফায়ারম্যান তারা মিয়া, সাদ্দাম হোসেন, ছবুর তালুকদার, সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন লিডার মোঃ ইদ্রিস আলী ও ফায়ারম্যান শামীমসহ ছয় সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেন। তারা প্রায় তিন ঘন্টাকাল অভিযান চালিয়ে রাতে রাকিবুল ইসলামের লাশ উদ্ধার করে।
পিংনা ইউনিয়ন যুবলীগের, সভাপতি ছিদ্দিকুর রহমান ও সম্পাদক শামীম আল মামুন জানান, রাকিবুল ইসলাম বাবা মায়ের সাথে ঢাকায় থাকতো। সে একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেনীতে পড়া শোনা করছে। কয়েক দিন আগে দাদার বাড়িতে এসেছে। সে সাতার জানতো না। এলাকার কয়েকজন ছেলেমেয়ের সাথে সে নদীতে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফয়জুল কবীর ,এস আই খালেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে যাওয়ার ঘটনায় শুনে এলাকার শ শ মানুষ ঘটনাস্থলে ভীড় জমায়। ফায়ার সার্ভিসের ডুবারু দল রাকিবুলের লাশ উদ্ধার করে স্বজনের কাছে পৌছে দিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।