ঝিনাইগাতীতে নলকুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। ১৭ আগষ্ট সোমবার সকাল ১১টায় নলকুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০১৯-২০২০ অর্থ বছরে এলজিএসপি-৩ এর আওতায় কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাক্ষ্য সুরক্ষায় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। নলকুড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী ফর্সার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, ইউপি সচিব সাইফুল ইসলামসহ ওই ইউপির মেম্বারগণ। ওই অনুষ্ঠানে ১৫০টি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারকে ৬টি মাস্ক, ৪টি সাবান ও আধা কেজি করে ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। Related posts:শেরপুরে বার-প্রেসক্লাবের সাবেক সভাপতির চেম্বারে জরিমানাকে কেন্দ্র করে উদ্ভুত সমস্যার সমাধানসময় এখন নৌকা তৈরি ও মেরামতেরঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে একজনের ১০ দিনের কারাদণ্ড Post Views: ৩৭২ SHARES শেরপুর বিষয়: