করোনায় এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুস শহীদের মৃত্যুতে এনটিভি পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আব্দুস শহীদ দৈনিক দিনকালের চিফ রিপোর্টারের দায়িত্বে ছিলেন। পরে তিনি এনটিভিতে শুরু থেকে যোগ দেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। Related posts:অবশেষে মৃত্যুর কাছে হেরেই গেলেন ক্যাপ্টেন নওশাদ১০ দিনের দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকা ফিরছে মানুষডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করা সহজ: দীপু মনি Post Views: ৪০৩ SHARES জাতীয় বিষয়: