ক্রাইস্টচার্চে হামলাকারীর যাবজ্জীবন দণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় ব্রেন্টন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। প্যারোল ছাড়া দণ্ড দেওয়া হয়েছে টারান্টকে; এমন অপরাধে নিউজিল্যান্ডের ইতিহাসে যাবজ্জীবন দণ্ডের ঘটনা এটিই প্রথম। গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে মসজিদে জুমার নামাজের পর ভয়াবহ ওই হামলা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন ছিলেন বাংলাদেশের নাগরিক। স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন ব্রেন্টন। হামলার দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচারও করেন তিনি। হামলার জেরে দেশটিতে সব ধরনের আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয়। বিশ্বকে নাড়িয়ে দেয় এই হামলা। গত সোমবার সকালে ক্রাইস্টচার্চে হামলার এ মামলার সাজা ঘোষণার শুনানি শুরু হয়। ৫১ জনকে, ৪০ জনকে হত্যার চেষ্টা ও একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাজা দেওয়া হয় টারান্টকে। হামলাকারী টারান্টের কর্মকাণ্ডকে ‘অমানবিক’ বলে অভিহিত করেছেন বিচারক। Related posts:ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা সৌদিরভারতে ভূমিধসে নিহত ৯মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ম্যাককার্থি Post Views: ৩৬৫ SHARES আন্তর্জাতিক বিষয়: