ঝিনাইগাতীতে উপজেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ “সবুজ বৃক্ষে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়। ৩১ আগষ্ট সোমবার দুপুরে উপজেলার ঝিনাইগাতী, বাঁকাকুড়া ও ভালুকা এলাকার রাস্তার দুই পার্শ্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন এ বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হারুন উর রশিদ, ছাত্রলীগ নেতা রাজদ্বীপ সরকার, ইরফান সাদিক তন্ময়, শাহরিয়ার সিফাতসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। ছাত্রলীগের নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা জুড়ে দুই পার্শ্বে তিন শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়। Related posts:নকলায় খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধনশেরপুরের পল্লীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিতনালিতাবাড়ীতে সীমান্তে ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Post Views: ৪৩২ SHARES শেরপুর বিষয়: