দেওয়ানগঞ্জে দুই মাথাওয়ালা মহিষ শাবকের জন্ম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের উত্তর মুকিরচর গ্রামে এক গর্ভবতী মহিষের দুই মাথাওয়ালা মহিষ শাবক জন্ম গ্রহণ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চরআমখাওয়া ইউনিয়নের উত্তর মুকিরচর গ্রামের ফুলচাঁন মন্ডলের নিজ পালের একটি গর্ভবতী মহিষের দুই মাথাওয়ালা বাচ্চা প্রসব করে। মহিষের মালিক ফুলচান জানান, বাচ্চাটির চারটি চোখ, চারটি কান, চারটি পা , দুইটি মুখ, দুইটি মাথা ও একটি লেজসহ জীবিত অবস্থায় ভূমিষ্ট হলেও কিছুক্ষণ পরেই শাবকটির মৃত্যু হয়। এর আগেও মহিষটি একবার বাচ্চা জন্ম দিয়েছিলো। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম উকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি জানাজানি হলে, আশপাশের শ শ লোক এসে ফুলচাঁন মন্ডলের বাড়িতে ভীড় জমায়। মহিষের বাচ্চাটির দুটি মাথা থাকায় ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন তুলেছে। Related posts:ভালুকায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালননকলা পৌরসভায় বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার কার্ড বিতরণময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম এসএসসি পরীক্ষা Post Views: ৫০৯ SHARES সারা বাংলা বিষয়: