দেওয়ানগঞ্জে মহিলার মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জে আখ ক্ষেত থেকে রিভা (৪৫) নামে ভারসাম্যহীন এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড় গ্রামের একটি আখ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের টাকিমারী গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও পূর্ব টাকিমারী গ্রামের মাহাদুল্লাহ এর স্ত্রী। চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমতাজ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন রিভা। সোমবার সকালে স্বামীর বাড়ি থেকে বের হয় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি। আজ বিকালে কাজলাপাড় গ্রামের একটি আখ ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। Related posts:যৌন হয়রানি রোধে ইসলামপুরে শপথপ্রেমের টানে তুরস্কের তরুণী ময়মনসিংহেনিজেকে নির্দোষ দাবি করলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ Post Views: ৬১৮ SHARES নারী ও শিশু বিষয়: