নালিতাবাড়ীতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০ মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী, শেরপুর ॥ ‘কোভিট-১৯ আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ৯ আগস্ট রবিবার সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন নালিতাবাড়ী শাখার আয়োজনে বারমারী খ্রিষ্টধর্মপল্লীর সভাকক্ষে র্যালী, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় আদিবাসী সংগঠন ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিঞ্জার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বারমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র মাইকেল চিরান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেভারেন্ট ফাদার তরুন বানোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন অনন্যা সাংমা, মি. জন মাংসাং ও সুদীপ্ত ঢালু প্রমুখ। পরে স্বাস্থ্য বিধি মেনে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওইসময় বক্তারা বলেন, কোভিট- ১৯ তথা করোনা ভাইরাসের কারনে নালিতাবাড়ী উপজেলার অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষকর্মহীন হয়ে অতিকষ্টে তাদের সংসার পরিচালনা করছেন। তাই তারা আদিবাসীদের প্রতি সরকারের বিশেষ নজর দেয়ার দাবী জানান। Related posts:নকলায় চিরনিদ্রায় শায়িত হবেন সীমানানালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে গাঁজা সেবনকারীকে ৩ মাসের কারাদন্ডশেরপুরে যুবতী ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার,পলাতক-১ Post Views: ৪০৩ SHARES শেরপুর বিষয়: