নালিতাবাড়ীতে ২৯ হাজার ভারতীয় রুপিসহ আটক ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ২৯ হাজার ভারতীয় রুপীসহ দুই বাংলাদেশী যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। ২৩ আগস্ট রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী উত্তর আন্দারুপাড়া গ্রামের বুরুঙ্গা ব্রীজ সংলগ্ন শান্তির মোড় এলাকা থেকে ওই দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলো- কালাচানের ছেলে জুয়েল রানা (২৮) ও নুর মোহাম্মদের ছেলে আল আমীন (২২)। আটককৃত ওই দুই যুবকের বাড়ী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামে। বিজিবি সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিন যুবক ভারতীয় সীমান্ত ঘেষাঁ গ্রাম খলচান্দা এলাকা থেকে সীমান্ত সড়কের শান্তির মোড় প্রধান সড়কে ওঠে। এসময় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) বারোমারী বিওপি নায়েক মাহবুর ইসলামের নেতৃত্বে টহল টিম ওই যুবকদের সন্দেহ করে চ্যালেঞ্জ করে। এতে একজন দৌড়ে পালিয়ে যায়। বাকী ২ জনের কাছ থেকে বিজিবি সদস্যরা নগদ ভারতীয় ২৯ হাজার রুপি ও সাথে থাকা একটি মোটরসাইকেল উদ্ধার এবং তাদেরকে আটক করে। বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার মো: আলতাফ হোসেন জানান, এক গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবির টহল টিম ২ যুবককে ভারতীয় রুপিসহ আটক করেছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত এই দুই যুবক মাদক ব্যবসার সাথে জড়িত। Related posts:শ্রীবরদীতে রক্তসৈনিকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিচাঞ্চল্যকর শ্রীমত হত্যা মামলা থেকে বাঁচতে প্রেসক্লাবের সা: সম্পাদক মেরাজ ও সাংবাদিক শাকিরসহ অর্ধশতাধ...নালিতাবাড়ীতে ১৩টি ড্রেজার মেশিনসহ সরঞ্জামাদি ধ্বংস, ৩ জনের কারাদণ্ড Post Views: ৪০৪ SHARES শেরপুর বিষয়: