নায়িকা হিসেবে দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন দীঘি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ অনলাইন ডেস্ক : দুটি ছবিতে এবার নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া দীঘি। পড়াশুনার কারণে দীঘি দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে ছিলেন। সম্প্রতি শাপলা মিডিয়ার দুটি ছবিতে দীঘি চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শুরু হয়েছে। আরেকটির নাম ‘ধামাকা’। দুটি ছবিতেই দীঘির নায়ক শান্ত খান। দীঘি বলেন, প্রথম থেকেই আমি কোন ছবি করব আর কোনটা করব না তার সিদ্ধান্ত নিতেন মা। মা বেঁচে নেই। এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। শাপলা মিডিয়া এই সময়ে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান। সেলিম আংকেলও (শাপলা মিডিয়ার কর্ণধার) আমাকে মেয়ের মতো স্নেহ করেন। বাবা ভেবে দেখেছেন এই ছবিতে কাজ করলে আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়েছি। প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে দেশব্যাপী পরিচিতি পাওয়া দীঘি তিনবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। Related posts:অভিনেতা সেলিম আহমেদ আর নেইহিমুর মৃত্যু নিয়ে মুখ খুললেন সেই মেকআপ আর্টিস্ট মিহিরএবার হলিউডে নতুন পরিচয়ে দীপিকা Post Views: ২৯৭ SHARES বিনোদন বিষয়: