বীর উত্তম সি আর দত্ত আর নেই অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ অনলাইন ডেস্ক : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম মারা গেছেন। ২৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। কাজল দেবনাথ বলেন, সি আর দত্ত সোমবার থেকে কোমায় ছিলেন। কয়েকদিন আগে বাসায় বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি। এরপর তাকে ফ্লোরিডার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে সোমবার সি আর দত্তের কন্যা কবিতা দাশগুপ্তাকে উদ্ধৃত করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ আগস্ট বাসার বাথরুমে পড়ে যান সি আর দত্ত। এতে তার পা ভেঙে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন। রাজধানী ঢাকার কাঁটাবন থেকে কারওয়ান বাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীর উত্তম সি আর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়। Related posts:‘অসহায়ের সহায়’ হয়ে শেরপুরে নৃ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরনকরোনায় আক্রান্ত ইনডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক, আইসোলেশনে ৪৭ডা. সাবরিনা ফের ২ দিনের রিমান্ডে Post Views: ৩৭০ SHARES জাতীয় বিষয়: