ভারতের সঙ্গে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে : পররাষ্ট্র সচিব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বেড়ে যাওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ১৯ আগস্ট বুধবার হোটেল সোনারগাঁওয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে এক বৈঠক শেষে তিনি একথা জানান। মোমেন বলেন, ভারতের সঙ্গে সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে এটা জানিয়েছি। সামনে বিজিবি-বিএসএফ বৈঠক হবে। সেখানে এ বিষয়টি তোলা হবে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি বলেন, দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য খুব শিগগিরই যৌথ পরামর্শক সভার (জেসিসি) আয়োজন করা হবে। মাসুদ বিন মোমেন বলেন, দুদেশের মধ্যে যাতায়াত সহজ করার জন্য এয়ার বাবল চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ নিয়ে আমরা আলোচনা করেছি। Related posts:জি এম কাদেরের সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধদাম বাড়ল এলপি গ্যাসেরপ্লেনের ভাড়া বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : পররাষ্ট্রমন্ত্রী Post Views: ৪৩৫ SHARES জাতীয় বিষয়: