মুজিব বর্ষ উপলক্ষে ৮নং খড়িয়া কাজির চর ইউনিয়ন হেল্পলাইনের বৃক্ষ রোপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার ৮নং খড়িয়া কাজির চর ইউনিয়ন হেল্পলাইনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। লংগড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বৃক্ষ রোপন করা হয়। ৮নং খড়িয়া কাজির চর ইউনিয়ন হেল্পলাইনের এডমিন মোঃ মিজান আপনের সভাপতিত্বে বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যার এডিএম শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন রাজু, এইচ আর স্বপ্ন যাত্রা ক্লাবের সভাপতি মোঃ মাঈনুল ইসলাম রাসেল, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের ক্রীড়া সম্পাদক আরিফ হাসান, ঢাকলহাটী রক্তসৈনিকের সভাপতি মোঃ রাজাদুল ইসলাম বাবু, শ্রীবরদী রক্তসৈনিকের সভাপতি মোঃ শান্ত, কেকের চর ইউনিয়ন রক্তসৈনিকের সভাপতি হাসানুল ইসলাম শাওন উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান ৮নং খড়িয়া কাজির চর ইউনিয়ন হেল্পলাইন সংগঠন তৈরির মাধ্যমে ইউনিয়ন বাসীর পাশে দাড়ানো ও মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ বিতরণ ও রোপনের মত মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। Related posts:নালিতাবাড়ীতে বিডি ক্লিনের যাত্রা শুরুশেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎচট্টগ্রামের আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Post Views: ২৬২ SHARES শেরপুর বিষয়: