শেরপুরের নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় মোবারক হোসেন (২৮) নামে মেয়ের জামাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। ৩ আগস্ট সোমবার সকালে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের নিচপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। মোবারক নালিতাবাড়ী ইউনিয়নের আন্ধারিয়াগোপ গ্রামের আকাব্বর আলীর ছেলে। জানা যায়, পেশায় কাঠমিস্ত্রি মোবারক প্রায় ৭ বছর আগে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের নিচপাড়া গ্রামের আবু হানিফের মেয়ে সুরাইয়াকে বিয়ে করে। বর্তমানে তাদের সংসারে এক কন্যা সন্তান রয়েছে। মোবারক ঢাকায় কাঠমিস্ত্রি এবং তার স্ত্রী সুরাইয়া গার্মেন্টসে কাজ করত। কিছুদিন আগে তারা বাড়িতে আসে। রবিবার রাতে মোবারক তার নিজ বাড়ি আন্ধারিয়াগোপ থেকে শ্বশুরবাড়ি নিচপাড়া গ্রামে যায়। মোবারক নিজেই মিস্ত্রি হওয়ায় শ্বশুরের নতুন ভিটায় ঘর নির্মাণের কাজ করছিল। সোমবার সকালে নির্মাণাধীন ওই ঘরে মোবারকের ঝুলন্ত লাশ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনও মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। Related posts:শেরপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ৩৪ তরুণ-তরুণী!শেরপুরের নকলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪নকলায় অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার Post Views: ৩১৬ SHARES শেরপুর বিষয়: