শেরপুরের পুলিশ সুপারের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএ’র রোগমুক্তি কামনায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার বাদ জোহর শেরপুর শহরের মাই সাহেবা মসজিদে জেলা কমিউনিটি পুলিশং ফোরাম, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন, সমকাল সুহৃদ সমাবেশ ও অদম্য শেরপুরের উদ্যোগে ওই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ডিআইও-১ আবুল বাশার মিয়া, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী, মসজিদের মোয়াজ্জেম মোহাম্মদ মনিরুল হকসহ দুই শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। দোয়ার পূর্বে এদেশের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও করোনাকালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের অবদান তুলে ধরা হয়। দোয়া পরিচালনা করেন মাই সাহেবা জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মোস্তাইম বিল্লাহ। Related posts:শেরপুরের ঝিনাইগাতীতে ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধননালিতাবাড়ীতে বজ্রপাতে ৬ জন আহতঝিনাইগাতীতে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত Post Views: ৩৯৫ SHARES শেরপুর বিষয়: