শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম করোনায় আক্রান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা প্রতিরোধে ফ্রন্টলাইনের যোদ্ধা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৭ আগস্ট শুক্রবার রাতে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওই তথ্য নিশ্চিত করেছেন। একইদির আরও এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩২৮ জন। সুস্থ হয়েছেন ২৯১ জন। আর ৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হিসেবে সুস্থতার হার ৮৯ শতাংশ। জানা যায়, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম জেলায় করোনা প্রতিরোধে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে প্রশংসনীয় ভুমিকা রেখে যাচ্ছেন। একই সাথে জেলা পুলিশ বিভাগের সদস্যদের উজ্জীবিত রাখতে নানামুখী কর্মতৎপরতা চালিয়ে আসছিলেন। করোনা আক্রান্ত পুলিশ সদস্যের খোঁজ-খবর নেওয়াসহ তাদের পরিবারেরও সার্বিক খোঁজ রাখছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। গত কয়েকদিন থেকে তার শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় জেলা সদর হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য দেন তিনি। পরে শুক্রবার রাতে তার নমুনার ফলাফল পজেটিভ আসে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১৫৩, নকলায় ৫৮, নালিতাবাড়ীতে ৬৩, ঝিনাইগাতীতে ২৮ ও শ্রীবরদী উপজেলায় ২৬ জন রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন চিকিৎসকসহ ৫৪ জন স্বাস্থ্যকর্মী আছেন। Related posts:শেরপুরে ছিন্নমূল মানুষদের মাঝে ঈদ উপহার দিলেন ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান শান্তইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিতশেরপুরে ফাঁসিতে ঝুলে বৃদ্ধের আত্মহত্যা Post Views: ২৫৩ SHARES শেরপুর বিষয়: