শেরপুরে আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলেম-ওলামাগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ। ওইসময় তিনি করোনা প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলেম-ওলামাগণের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (ইমাম প্রশিক্ষণ একাডেমি) মোঃ আনিসুজ্জামান শিকদার। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাইমিনুল ইসলামসহ জেলার প্রশিক্ষণপ্রাপ্ত আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে ১৫ আগস্ট, ১৯৭৫-এ নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। Related posts:নালিতাবাড়ীতে ওজনে বেশি ধান নেয়ার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন-বিক্ষোভ মিছিলশেরপুরে বালক-বালিকা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের প্রস্তুতি সভানালিতাবাড়ীতে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ Post Views: ৩৯২ SHARES শেরপুর বিষয়: