শেরপুরে করোনায় আক্রান্ত হয়ে কর্ণফুলী পেপার হাউজের মালিকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেজাউল করিম মুক্তা (৬৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ১২ আগস্ট বুধবার সকালে রাজধানী ঢাকার গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রেজাউল করিম মুক্তা শহরের মাধবপুর মহল্লার কাজী মহসীনের ছেলে ও এবং জেলার বৃহৎ স্টেশনারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার হাউজের স্বত্বাধিকারী ছিলেন। এ নিয়ে শেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। জানা যায়, রেজাউল করিম ওরফে মুক্তার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর গত ৩০ জুলাই বৃহস্পতিবার তার করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। কর্ণফুলী পেপার হাউজের ম্যানেজার আব্দুর রহিম জানান, আজ বুধবার রাত ১০টায় শহরের মাধবপুরস্থ জুয়েলস্ স্কুল মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে শহরের চাপাতলী পৌর কবরস্থানে লাশ দাফন করা হবে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সদরের করোনা ফোকাল পারসন ডাঃ মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩০৩ জন। শনাক্ত হিসেবে সুস্থতার হার ৮৬ শতাংশ। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১৬৯, নকলায় ৫৯, নালিতাবাড়ীতে ৬৫, ঝিনাইগাতীতে ২৯ ও শ্রীবরদী উপজেলায় ৩১ জন রয়েছেন। Related posts:শেরপুরে ‘বাংলা টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিতশেরপুরে পুলিশ লাইন্স পুকুরে মাছ অবমুক্ত করলেন পুলিশ সুপারশ্যামলবাংলা২৪ডটকম’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ৩৯৮ SHARES শেরপুর বিষয়: