শেরপুরে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার রাতে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি শেরপুর শহরের নয়আনী বাজারে কাপড়ের ব্যবসা করতেন। তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। আনোয়ারকে নিয়ে করোনাভাইরাসে জেলায় ৭ জনের মৃত্যু হলো। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. মোবারক হোসেন বুধবার রাতে করোনায় আনোয়ার হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার আনোয়ারের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়। এরপর তিনি শহরের চাপাতলী এলাকার বাসায় আইসোলেশনে ছিলেন। বুধবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯টায় মারা যান তিনি । এদিকে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, গত বুধবার শেরপুর সদরে আরও একজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাকে নিয়ে জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯৩ জন। Related posts:নকলায় স্কুলপড়ুয়া কিশোরীকে গণধর্ষণের অভিযোগশেরপুরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের টহল২৯ ফেব্রুয়ারী গজনী অবকাশে শেরপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন Post Views: ২৮৩ SHARES শেরপুর বিষয়: