শেরপুরে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সকালে দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ এবং জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহরের বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব মহিলা লীগের নেত্রী মাহবুবা রহমান শিমু ও লাভলী আক্তার। ওইসময় অন্যান্যের মধ্যে, মাহমুদা আক্তার, নাজমা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে যুব মহিলা লীগের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দসহ নারী উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধনশ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত Post Views: ৪৭২ SHARES শেরপুর বিষয়: