শেরপুরে জেলা প্রশাসনের ব্যাতিক্রমি উদ্যোগ ‘মাস্ক নাই যার, সেবা নাই তার’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০ শেরপুরে করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের জনসচেতনতা মূলক প্রচারণা স্টাফ রিপোর্টার ॥ ‘মাস্ক নাই যার, সেবা নাই তার’ এ স্লোগানে শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় শহরের বেশ কিছু স্থানে ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনাতা মূলক প্রচারণা চালিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান। মাস্ক নাই, সেবা নাই, দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক ব্যবহার করুন, করোনা প্রতিরোধ করুন প্রতিপাদ্য লেখা প্যানা জেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়। একই সময়ে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান নিউমার্কেট মোড়ে জাহাঙ্গীর ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মাস্ক ব্যবহার না করায় এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরত মানুষ সামাজিক দুরত্ব বজায় না রাখার দায়ে ৫শত টাকা জরিমানা করেন। Related posts:ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান‘হেড স্যার আমার জীবনডা শেষ করে দিল’শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিক, সম্পাদক ছানু Post Views: ৪০৮ SHARES শেরপুর বিষয়: