শেরপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০ পুলিশ সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পুলিশের বিট পুলিশিং কার্যালয়ের বিট অফিসারদের সাথে দিক নির্দেশনা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শনিবার সকালে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী থানার সকল অফিসারগণ উপস্থিত ছিলেন। ওইসময়সকল থানায় অফিসার ইনচার্জ (ওসি) এবং স্ব-স্ব থানার পুলিশ কর্মকর্তাদের সকল বিট সমূহে সততা ও নিষ্ঠার সাথে পেশাদারিত্ব, কর্তব্য পালন করে পুলিশ বিভাগের সুনাম অর্জনের অগ্রণী ভূমিকা রাখার নির্দেশনা দেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। ওইসময় তিনি স্ব-স্ব থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সকল অফিসারদের সচেষ্ট থাকার আহ্বান জানান। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) মাহমুদুল হাসান ফেরদৌস, অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) (ওসি) মোঃ মোখলেছুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মনিরুল আলম ভূঁইয়া, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন শাহ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে ৯টি গরুসহ সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দঝিনাইগাতীতে কবুতর চুরির অপবাদ সইতে না পেরে কিশোরের আত্মহত্যাশেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএফইউজের সাবেক সভাপতি বুলবুল Post Views: ৩৪৫ SHARES শেরপুর বিষয়: