শেরপুরে সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-আজহার ৩ দিনের সরকারি ছুটি শেষে সোমবার থেকে সকল সরকারি দপ্তর স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার সকালে অফিসের শুরুতেই জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, এনডিসি মিজানুর রহমান, সহকারী কমিশনার সাদিক আল সাফিন, অহনা জিন্নাত, তামারা তাসবিহা, মাহমুদুল হাসান মাহমুদসহ অন্যান্য সহকারী কমিশনারগণ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঈদের শুভেচ্ছা বিনিময়কালে ছুটিকালীন জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ওইসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি, চামড়ার মুল্য ও লবণের মুল্য নিয়ন্ত্রনে থাকায় সন্তোষ প্রকাশ করেন।