শেরপুর রোটার্যাক্ট ক্লাব ও ইন্টার্যাক্ট ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ ‘মেইক গ্রীন ওয়ার্ল্ড’ শ্লোগান নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় রোটার্যাক্ট ক্লাব অব শেরপুরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার সকালে ১১টায় শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র রোটারিয়ান আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা পিএইচএফ এবং ক্লাবের সার্ভিস প্রজেক্ট কমিটি চেয়ার পাস্ট এসিসটেন্ট গভর্নর মলয় মোহন বল পিএইচএফ এবং শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ হাাবিবুর রহমান। ওইসময় রোটার্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট আসাদুজ্জামান রাসেল, ভাইস প্রেসিডেন্ট মাসুদ রানা, সেক্রেটারি হাসানুর বান্না সিফাত, জয়েন্ট সেক্রেটারি তানজির আহমদ বিশাল, তন্ময় মালাকার, এডিটর সুষমিতা শীল, রোটার্যাক্টর দীপ বিশ্বাস রাহুল, পলাশ, শাহাদাত, ইন্টার্যাক্টর প্রেসিডেন্ট পৃথা দে, সেক্রেটারি মিতু আক্তারসহ অন্যান্য রোটার্যাক্টর ও ইন্টার্যাক্টরগণ এবং কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এদিকে একই সময়ে একই স্থানে ইন্টার্যাক্ট ক্লাব অব শেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র রোটারিয়ান আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা পিএইচএফ এবং ক্লাবের সার্ভিস প্রজেক্ট কমিটি চেয়ার পাস্ট এসিসটেন্ট গভর্নর মলয় মোহন বল পিএইচএফ এবং শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ হাাবিবুর রহমান। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট আসাদুজ্জামান রাসেল, সেক্রেটারি হাসানুর বান্না সিফাত, জয়েন্ট সেক্রেটারি তানজির আহমদ বিশাল, ইন্টার্যাক্টর প্রেসিডেন্ট পৃথা দে, ভাইস প্রেসিডেন্ট হাসি আক্তার রিনি, সেক্রেটারি মিতু আক্তার, জয়েন্ট সেক্রেটারি রুনা লায়লা, ডাইরেক্টর ক্লাব সার্ভিস তানিয়া আক্তার, ইন্টার্যাক্টর মুক্তামনি, বিলকিস, রিয়ামনি, মুস্তারিনসহ অন্যান্য রোটার্যাক্টর ও ইন্টার্যাক্টরগণ এবং কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। Related posts:শেরপুরে ৪৫ ক্রীড়াবিদ-সংগঠককে আর্থিক অনুদানশেরপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি প্রত্যাহারশেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন Post Views: ৩৩১ SHARES শেরপুর বিষয়: