সপরিবারে করোনা আক্রান্ত ধর্ম সচিব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০ অনলাইন ডেস্ক : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৩ আগস্ট রবিবার সকালে ধর্মসচিবের একান্ত সচিব মো. যুবায়ের সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, শনিবার ধর্মসচিব নূরুল ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার এক সন্তান ও স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে একান্ত সচিব বলেন, শনাক্ত হওয়ার পর শনিবারই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভালো আছেন, তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই। Related posts:বাঁশ দিয়ে তিতুমীরের সামনের রাস্তা আটকে দিলেন শিক্ষার্থীরাঅভিন্ন লক্ষ্য অর্জনে বৈশ্বিক অংশীদারিত্বের অপেক্ষায় রয়েছি: প্রধানমন্ত্রীআগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের Post Views: ৩৩৯ SHARES জাতীয় বিষয়: