স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে এসআই নন্দ দুলাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন মামলার অন্যতম প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নন্দ দুলাল রক্ষিতকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। এর আগে রোববার একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার প্রধান আসামি টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া ইনচার্জ লিয়াকত আলী। লিয়াকতের আগে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য। গত ৩১ জুলাই রাতে টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা। ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে পুলিশের নয়জনকে আসামি করা হয়। Related posts:সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদেররোহিঙ্গা সংকটের মূল মিয়ানমারে, সমাধানও মিয়ানমারকে খুঁজতে হবেদিনের বেলায় বিদ্যুৎ বন্ধের সিদ্ধান্ত সরকারের নেই : তথ্যমন্ত্রী Post Views: ৩২৫ SHARES জাতীয় বিষয়: