ভোগাই নদীর ভাঙ্গনের কবলে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী ও চকপাড়া এলাকা

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী প্রতিনিধি ॥ পাহাড়ী খড়শ্রোতা ভোগাই নদীর তীব্র স্রোতে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার আড়াইআনি বাজার ও চকপাড়া মহল্লার নদী এলাকার অনেকটা অংশ ভোগাই নদীর ভাঙ্গনের কবলে পড়েছে।
ফলে সে অংশে স্থায়ীভাবে শহররক্ষা বাঁধ না থাকায় অতি মূল্যবান জমি ও বাড়ীঘর নদীর গর্ভে বিলিন হতে যাচ্ছে। একই সাথে নদী গর্ভে বিলিন হতে পারে তারাগঞ্জ ফাজিল মাদরাসাসহ বেশ কয়েকটি বাড়ীঘর।
মৃত আব্দুল হালিমের ছেলে নূর মোহাম্মদের বাড়ীর টিনসেট ঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। বৃদ্ধ মাকে নিয়ে চরম হতাশায় ভূগছেন ভিটেমাটি হীন নূর মোহাম্মদ। প্রায় ৩০ বছর পূর্বে করা ভিটেবাড়ী নিজের চোখের সামনে নদীগর্ভে বিলিন হতে যাওয়া দেখে বৃদ্ধ মাসহ বারবার ফুপিয়ে ফুপিয়ে কাদঁছে।
এদিকে শহরের আমবাগান এলাকার অনেকেই নদীর তীরে যাদের বাড়ী তারা নদী রক্ষা বাঁধ ভাঙ্গনের কবলে পড়েছে। ফলে তীব্র পানির স্রোতে বালির বস্তা ফেলে বাড়ীঘর রক্ষার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে এর প্রভাব আবার অন্য পাড়েও পড়ছে। এদিকে গড়কান্দা এলাকার বাসষ্ট্যান্ড নামে পরিচিত নদী বাঁধও হুমকির মুখে রয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক শ্যামলীনিউজ২৪ডটকমকে বলেন, এতবড় নদী শাসন করাটা পৌর সভার পক্ষে কঠিন কাজ। তবে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, ভোগাই নদীর বাঁধ নির্মানের জন্য পানি উন্নয়ন বোর্ডে লিখিত ভাবে বিষয়টি জানানো হয়েছে।