শ্রীবরদীতে দিনমজুর আইয়ুব আলী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে দিনমজুর আইয়ুব আলী (৫৫) হত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার তাঁতীহাটি নয়াপাড়া সড়কে ওই ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওইসময় মৃত আইয়ুব আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিচারের দাবি করে বক্তব্য রাখেন তার ছেলে ছামিউল ইসলাম।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাতে মাছ শিকারে যায় তাতিহাটি নয়াপাড়া গ্রামের দিন মজুর আইয়ুব আলী। ওই রাতে প্রতিবেশী মৎস্য খামার মালিক রফিকুল ইসলাম পাক্কীর ছেলে রাসেল ও পাহারাদার আব্দুল করিমের ছেলে নবী হোসেন তাদের বাড়িতে যায়। ওইসময় আইয়ুব আলী তাদের মৎস্য প্রজেক্ট থেকে মাছ শিকার করে বলে অভিযোগ তুলে তাকে শাসিয়ে আসে। ওই রাতে নিখোঁজ হয় আইয়ুব আলী। গত ১ আগস্ট একই গ্রামের কাফি মিয়ার পরিত্যক্ত পানির ডোবা থেকে আইয়ুব আলীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ওইদিন থানায় একটি অপমৃত্যু মামলা হয়। অন্যদিকে মৃত আইয়ুব আলীর ছেলে ছামিউল ইসলাম বাদী হয়ে আদালতে রাসেল ও নবী হোসেনসহ ৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।