শেরপুরে জেলা সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশন, শেরপুর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শনিবার রাতে শহরের গোপালবাড়ীস্থ জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের রেজিঃ নং-৩২৭৭) প্রধান কার্যালয়ে ওই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা। ওইসময় জেলা সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ফখরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম মুন্নাফসহ অন্যান্য নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল হামিদ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ফারুক আহম্মেদ, সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সহ-সাধারণ সম্পাদক ও জেলা সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক আবুল হাশেম, কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আরিফ রেজা বলেন, জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলার শ্রমিকদের মূল সংগঠন। এ সংগঠনের তত্বাবধানেই সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশন চলবে। তিনি সদ্য শপথগ্রহণকারী নেতাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। সেইসাথে যেকোন সমস্যা মূল সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করার নির্দেশ দেন। ওইসময় সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ মূল সংগঠনের নেতাদের সহায়তায় তাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ ফখরুল হাসান বলেন, আমাকে এ সংগঠনের সভাপতি নির্বাচিত করায় আন্তরিক ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দদের। সেই সাথে সংগঠন পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।