আল্লামা শফীর জানাজায় জনসমুদ্র অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা) সদ্যসাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় স্মরণকালের সর্ববৃহৎ লোকসমাগম হয়েছে। শনিবার দুপুর ২টায় হাটহাজারী মাদ্রাসা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে ফজরের নামাজের পর থেকেই হাটহাজারী ও পার্শ্ববর্তী উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে স্রোতের মতো লোকজন আসতে থাকে হাটহাজারী মাদ্রাসায়। কওমী অনুসারীদের শীর্ষ ও শতবর্ষী এই আলেমকে একনজর দেখতে নামাজের আগেই মাদ্রসার আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়। আল্লামা শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ জানাজার নামাজে ইমামতি করেন। দুপুর ২টায় অনুষ্ঠিত জানাজার সময় আহমদ শফীর কফিন হাটহাজারী ডাক বাংলোয় রাখা হয়। জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানে তার লাশ দাফনের কার্যক্রম শুরু হয়। এর আগে সকালে হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফীর মরদেহ ঢাকা থেকে হাটহাজারীতে এসে পৌঁছায়। উল্লেখ্য, আল্লামা শফী শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর আগে মাদ্রাসাশিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার সন্ধ্যায় হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ওইদিন রাতেই অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। Related posts:মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েনআটপাড়ায় এমপি অসীম কুমারের পক্ষে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণপ্রার্থী পছন্দ না হলেও শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে নৌকায় ভোট দেবেন : মির্জা আজম Post Views: ৩০৩ SHARES জাতীয় বিষয়: