জামালপুরে ন্যায্য পাওনা পরিশোধের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০ স্টাফ রিপোর্টার, জামালপুর ॥ জামালপুর শহরের স্টেশন রোডস্থ রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের দীর্ঘ সুত্রিতা, ব্যবসায়ীদের ন্যায্য পাওনা পরিশোধ, জলাবদ্ধতা ও চলাচলের অনুপযুক্ত রাস্তার জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার সকালে শহরের পুরাতন পৌরসভা গেট সংলগ্ন সম্মিলিত ব্যবসায়ী জনতা ঐক্য পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত ব্যবসায়ী জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ সা’দীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আলহাজ মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, তাবাব চৌধুরী, জাহিদুর রহমান মানিক, সংগঠনটির নেতান দেবব্রত নাগ মধু, রমজান আলী রঞ্জু, শহীদ বক্স ও সোহেল আরমান প্রমুখ। মানববন্ধন থেকে বক্তরা বলেন- শহরের স্টেশন রোডস্থ রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের দীর্ঘ সুত্রিতার কারণে জানজটের সৃষ্টিসহ নানান সমস্যায় ভুগছেন পথচারী ও ব্যবসায়ীরা। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বাবদ ন্যায্য পাওনা এখনো পরিশোধ করা হয়নি । জলাবদ্ধতা ও চলাচলের অনুপযুক্ত রাস্তার কারণে জনদুর্ভোগ বেড়েই চলেছে। আমরা অনতিবিলম্বে আমাদের ন্যায্য পাওনাসহ জনদুর্ভোগ নিরসনে দ্রুত সমাধান চাই। Related posts:‘সকল ধর্ম মানবতা ও সুন্দরের কথা বলে’ঝিনাইগাতীতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মানববন্দনজামালপুরে করোনায় ৯ জন নতুন আক্রান্ত ॥ জেলায় মোট আক্রান্ত ৪৫১ জন Post Views: ৩৫৩ SHARES সারা বাংলা বিষয়: